West Bengal Assembly Election 2021: BJP-তে যোগদান মন্ত্রী গোলাম রব্বানির ২ ভাইয়ের
Continues below advertisement
ফের তৃণমূলে ভাঙন। এবার খোদ রাজ্যের মন্ত্রীর ঘরে। উত্তর দিনাজপুরে Trinamool Congress ছেড়ে BJP-তে যোগ দিলেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানির ভাই গোলাম হায়দার ও গোলাম সারওয়ার। ইসলামপুরে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র কেন্দ্রীয় নেতা Arvind Menon ও রায়গঞ্জের সাংসদ Debashree Chowdhury। দল বদলের পর তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব হন মন্ত্রীর দুই ভাই। দলে যোগদানের সঙ্গে পরিবারের কোনও সম্পর্ক নেই বলেও জানিয়েছেন তারা। আরও অনেকেই বিজেপিতে যোগ দেবেন দাবি BJP-র। জেলা TMC নেতৃত্বের দাবি, মন্ত্রীর দুই ভাই আগাগোড়াই তৃণমূলের বিরোধী ছিলেন।
Continues below advertisement
Tags :
Debasree Chaudhuri Arvind Menon Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Trinamool Congress Abp Ananda West Bengal Assembly Election 2021 BJP TMC