Cinema halls to reopen: ৫০ জনের জমায়েতে কীভাবে হবে নাটক? এতদিন নাট্যকর্মীদের চলল কীভাবে? মুখ্যমন্ত্রী একটু ভাববেন, আর্জি কৌশিক-রুদ্রপ্রসাদের
Continues below advertisement
করোনা বিধি মেনে ১ অক্টোবর খুলছে সিনেমা হলের দরজা। নাটক, যাত্রা-পালা, সাংস্কৃতিক অনুষ্ঠানেও অনুমতি দিয়েছে রাজ্য। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও, সরকারের কাছে বেশ কিছু আবেদন করেছে সংস্কৃতি জগত। তবে এই অবস্থায় আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে, দোরগোড়ায় দুর্গোৎসব। তাই জীবনের ঝুঁকি নিয়েই জীবিকার পথ আরও খুলে দিচ্ছে রাজ্য সরকার। পুজোর মাসেই খুলছে সিনেমা হল, নাটক, যাত্রা-সহ একাধিক বিনোদন ক্ষেত্র। ফলে আর ক’দিন পর থেকেই ফের শুরু হয়ে যাবে চেনা কর্মব্যস্ততা। মঞ্চে পারফর্ম করবেন শিল্পীরা। তাই এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে সংস্কৃতি জগত। তবে কীভাবে ৫০ জনের জমায়েতে হবে নাটক? হল ভাড়ার খরচই বা উঠবে কী করে? সরকারের ঘোষণার পর উঠছে এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।
Continues below advertisement
Tags :
Music Concerts Dance Programmes Magic Show Theatre Cinema Halls ABP Live Abp Ananda CM Mamata CM Covid-19 Coronavirus Mamata Banerjee