COVID-19 Vaccine: বুধবার থেকে ‘কোভ্যাকসিন’-এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে নাইসেড-এ, উদ্বোধন করার কথা রাজ্যপালের

Continues below advertisement
করোনা-আবহে কলকাতায় জোড়া ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। বুধবার থেকে ‘কোভ্যাকসিন’-এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে National Institute of Cholera and Enteric Diseases বা নাইসেড-এ। সকাল ১১ ট্রায়ালের উদ্বোধন করার কথা রাজ্যপাল জগদীপ ধনকড়ের। নাইসেড জুড়ে সাজো সাজো রব। চিকিৎসক, স্বেচ্ছাসেবক থেকে সাধারণ মানুষ-- সবাই অধীর অপেক্ষায়।
নাইসেড সূত্রে খবর, প্রথম ও দ্বিতীয় দফার ট্রায়ালে ‘কোভ্যাকসিন’ ভাল ফল দিয়েছে। তৃতীয় দফার ট্রায়াল হবে দেশের ২৪টি কেন্দ্রে। টিকা দেওয়া হবে মোট ২৫ হাজার ৮০০ জনকে। তার মধ্যে কলকাতায় দেওয়া হবে ১০০০ জনকে। 
নাইসেড সূত্রে আরও খবর, স্বেচ্ছাসেবকদের প্রাথমিক তালিকা তৈরি  করা হয়ে গিয়েছে। তাঁদের প্রত্যেকের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে। বাড়ি নাইসেড থেকে ১০ কিলোমিটারের মধ্যে। প্রত্যেককে ২ জোড়া করে দেওয়া হবে টিকা। যাঁরা টিকা নেবেন তাঁদের পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। ট্রায়ালে অংশ নেবেন মন্ত্রী ফিরহাদ হাকিমও। 
দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৬২১ জনের।  মোট আক্রান্ত ৯৪ লক্ষ ৬২ হাজার ৮১০। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এগিয়ে চলেছে ৫ লক্ষের দিকে। মোট মৃতের সংখ্যা সাড়ে ৮ হাজার ছুঁইছুঁই। এই পরিস্থিতিতে সবাই তাকিয়ে ভ্যাকসিনের দিকে।
নাইসেডের পাশাপাশি এ মাসেই ‘কোভো-ভ্যাক্স’-এরও তৃতীয় পর্যায়ের ট্রায়ালও শুরু হচ্ছে কলকাতায়। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এই ভ্যাকসিনের ট্রায়াল হবে ১০০ জন স্বেচ্ছাসেবকের ওপর। সূত্রের খবর, প্রথম টিকা নেবেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram