এক ঝলকে: সাইকেলের বদলে এবার স্কুটি পাবে স্কুলছাত্রীরা, প্রতিশ্রুতি বিজেপি সাংসদ সৌমিত্র খানের, কটাক্ষ তৃণমূলের

Continues below advertisement
রবিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে সভা করবেন অমিত শাহ (Amit Shah)। সেখানে তৈরি হচ্ছে ১০০ ফুট বাই ৬৫ ফুটের মঞ্চ। সভাস্থলে ঢোকার জন্য চারটি এন্ট্রি পয়েন্ট। এরপর উলুবেড়িয়ায় যাওয়ার কথা। দুপুর ৩টে নাগাদ বেলুড়মঠে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হাওড়ায় অমিত শাহের সভায় অনেকে বিজেপিতে যোগদান করতে পারেন বলে দাবি। বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন তৃণমূল (TMC) থেকে বহিষ্কৃত বালির বিধায়ক বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya)। ৩১ জানুয়ারি যোগ দেবেন বলে সূত্রের খবর। "তৃণমূলে থেকেও তো কাজ করেননি। ওখানে কী করবেন?" খোঁচা সৌগত রায়ের (Saugata Roy)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার শুধু সাইকেল দিয়েছে। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে স্কুটি দেবে। খণ্ডঘোষের বেড়ুগ্রামের জনসভা থেকে প্রতিশ্রুতি সৌমিত্র খাঁয়ের (Soumitra Khan)। বিষ্ণুপুরের বিজেপি সাংসদের প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। সঙ্গে অন্য খবর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram