West Bengal Election 2021: 'মমতাকে খুন করতে পারে BJP', বিস্ফোরক সুব্রত, বিজেপির ঢাল হালিশহর-কাণ্ড
গণতান্ত্রিক উপায়ে জিততে না পারলে মমতাকে খুন করতে পারে BJP। জীবনতলার সভা থেকে বিস্ফোরক মন্তব্য সুব্রত মুখোপাধ্যায়ের। নিজেকে নিয়ে না ভেবে মানুষের জন্য উনি জীবন উৎসর্গ করেছেন, বলেও মমতার সওয়াল করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী।
বিজেপি নয়, খুনের রাজনীতি করে তৃণমূল। হালিশহর প্রসঙ্গ উসকে পঞ্চায়েত মন্ত্রীকে জবাব জয়প্রকাশ মজুমদারের।
হালিশহরে বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে খুন। দলের গৃহসম্পর্ক অভিযান চলাকালীন TMC-র হামলার অভিযোগ। গোষ্ঠীদ্বন্দ্বেই খুন, পাল্টা দাবি রাজ্যের শাসক দলের।
ফের এক বিজেপি নেতা খুন। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার হালিশহর। গেরুয়া শিবির সূত্রে দাবি, বিজেপির বুথ সভাপতি সৈকত ভাওয়াল আরও কয়েকজনের সঙ্গে বারেন্দ্র গলিতে গৃহসম্পর্ক অভিযানে বেরিয়েছিলেন। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকাই হামলা চালায়। প্রথমে মারধর করা হয় বিজেপির বুথ সভাপতিকে। তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে গেলে বুথ সভাপতিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
বিজেপি নয়, খুনের রাজনীতি করে তৃণমূল। হালিশহর প্রসঙ্গ উসকে পঞ্চায়েত মন্ত্রীকে জবাব জয়প্রকাশ মজুমদারের।
হালিশহরে বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে খুন। দলের গৃহসম্পর্ক অভিযান চলাকালীন TMC-র হামলার অভিযোগ। গোষ্ঠীদ্বন্দ্বেই খুন, পাল্টা দাবি রাজ্যের শাসক দলের।
ফের এক বিজেপি নেতা খুন। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার হালিশহর। গেরুয়া শিবির সূত্রে দাবি, বিজেপির বুথ সভাপতি সৈকত ভাওয়াল আরও কয়েকজনের সঙ্গে বারেন্দ্র গলিতে গৃহসম্পর্ক অভিযানে বেরিয়েছিলেন। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকাই হামলা চালায়। প্রথমে মারধর করা হয় বিজেপির বুথ সভাপতিকে। তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে গেলে বুথ সভাপতিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
Tags :
Jayprakash Majumdar Halisahar ABP Live Bengali News Subrata Mukherjee Abp Ananda Bengal Poll BJP TMC West Bengal Election 2021 Mamata Banerjee