West Bengal Election 2021: 'ধান-আলু-পেঁয়াজের কাটমানি যাচ্ছে কালীঘাটে, চাষিদের মুক্তি দিতেই নতুন কৃষি-আইন', পিংলায় সরব দিলীপ
Continues below advertisement
পিংলায় কর্মিসভায় বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কেন্দ্রের নতুন কৃষি বিলের পক্ষে সওয়াল করে এই বিজেপি নেতা বলেন, 'কৃষকদের স্বার্থে এই আইন।' কাটমানি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, 'আলু-পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে। তাই দিদিমনি কাঁচকলা খাচ্ছেন। প্রতি কুইন্টাল ধানে ৫০০ টাকা কাটমানি, প্রতি কিলো আলুতে ৪০ টাকা কাটমানি। প্রতি কিলো পেঁয়াজে ৭০-৭৫ টাকা কাটমানি। কে খাচ্ছে? ভাইপো? কোথায় যাচ্ছে? কালীঘাটে যাচ্ছে সব। সবাই জানে। তাই চাষিদের এখান থেকে মুক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আইন বানিয়েছেন।
Continues below advertisement
Tags :
Cut Money WB Polls 2021 With ABP Ananda Farm Law WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Elections WB Polls Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Election Dilip Ghosh Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee