'এতো ভূতের মুখে রাম নাম!', Jitendra Tiwari র 'বঞ্চনা'র অভিযোগ প্রসঙ্গে কটাক্ষ Dilip Ghosh এর
বঞ্চনার অভিযোগে নিজের দলের সরকারের বিরুদ্ধেই সরব আসানসোল পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এতো ভূতের মুখে রাম নাম। আমি এই ঘটনা কল্পনাও করতে পারি না। হয়তো এই ঘটনা সত্য। কিন্তু এর পেছনে কী ঘটনা আছে তা জানতে হবে। আমরা জানতাম, অন্য দলের দ্বারা পরিচালিত বোর্ডে এরকম ঘটনা ঘটে থাকে। কিন্তু তৃণমূলের মেয়রই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন, এটা অভিনব ব্যাপার। এই ঘটনা যদি সত্যি হয় তবে মানুষকে উত্তর দিতে হবে তাই আগে থেকেই গেয়ে রাখছে," কটাক্ষ দিলীপের।
আজ জিতেন্দ্র তিওয়ারি পুরমন্ত্রীকে চিঠি লিখে আসানসোল পুরসভায় রাজ্যের বঞ্চনার অভিযোগ করেন। বলেন, কেন্দ্রীয় সরকার স্মার্ট সিটি মিশনে আসানসোলকে মনোনীত করলেও রাজ্য সরকারের অনুমোদন না পাওয়ায় কেন্দ্রীয় প্রকল্পের ২ হাজার কোটি টাকা পায়নি আসানসোল পুরসভা। তার অভিযোগ, রাজনৈতিক কারণেই ওই প্রকল্পের সুবিধা নিতে দেওয়া হয়নি। তার আরও অভিযোগ পুরমন্ত্রী রাজ্য সরকারের তরফ থেকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রাখা হয়নি।