West Bengal Election 2021: ১৯ পুলিশকর্তার নাম প্রকাশ করে রাজ্যকে তোপ রাজ্যপালের, 'পছন্দ হলে পদ, অপছন্দ হলে কোণঠাসা', বিস্ফোরক Jagdeep Dhankar
Continues below advertisement
হুঁশিয়ারি দিয়েছিলেন দু'দিন আগে। এবার সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রকাশ করলেন নামের তালিকা। নিজের ট্যুইটার হ্যান্ডেলে ১৯ জন পুলিশকর্তার নাম প্রকাশ করে রাজ্যপালের তোপ, প্রশাসনের পক্ষে এ এক বিপদসঙ্কেত এবং উদ্বেগজনক। অপছন্দের পুলিশকর্তাদের কোণঠাসা করে রাখা হচ্ছে। আর পছন্দের IPS হলেই অবসরের পর তাঁদের ভালো জায়গা দেওয়া হচ্ছে, যাতে তাঁরা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং ক্ষমতা ভোগ করতে পারেন। রাজ্যপালের এই ট্যুইট প্রসঙ্গে তাঁর এক্তিয়ার নিয়ে ফের প্রশ্ন তুলেছে তৃণমূল।
Continues below advertisement
Tags :
Saugata Roy Jagdeep Dhankar IPS State Government Abp Ananda WB Polls 2021 With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls West Bengal Elections West Bengal Election WB Polls 2021 Bengal Polls West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election Bengal Elections Bengal Election 2021 Mamata Banerjee