Jitendra Tiwari Vs Firhad Hakim : ''মুখ্যমন্ত্রীকে সম্মান করলে বুঝতেন, ওঁর কারণেই বারবার বিড়ম্বনায় পড়ছেন উনি'' ফিরহাদের উদ্দেশ্যে তীক্ষ্ণ আক্রমণ জিতেন্দ্র-র

Continues below advertisement
যেদিন তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ছাড়েন শুভেন্দু অধিকারী, সেদিন আসানসোলের পুরপ্রশাসক পদ থেকে ইস্তফা দেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, 'আসানসোলের প্রতি সরকারের বঞ্চনার প্রতিবাদে এই পদত্যাগ।' মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগের দিন কেন এই ইস্তফা? এই প্রসঙ্গে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে আক্রমণের নিশানা বানিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, 'মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে আমরা অসন্তোষের কথা জানিয়েছি। সেটা ববি হাকিম জানেন। তারপরেও কোনও সদর্থক ভূমিকা নেই। তাহলে মুখ্যমন্ত্রীকে কেন বিড়ম্বনায় ফেলব।' সুর আরও চড়িয়ে জিতেন্দ্র মন্তব্য, 'ববি হাকিম (Firhad Hakim) যদি মুখ্যমন্ত্রীকে সম্মান করতেন, তাহলে উনি বুঝতেন, ওঁর কারণে মুখ্যমন্ত্রী বারবার বিড়ম্বনায় পড়ছেন।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram