West Bengal Election 2021: 'বেহালায় একমাত্র প্রভাব ফেলবেন Mamata Banerjee', শোভনের মিছিলকে ঘুরিয়ে জবাব পার্থর

Continues below advertisement
এদিন জোড়া মিছিলে সরগরম বেহালা। তৃণমূলের মহাসচিব Partha Chatterjee বেহালার ২৯ পল্লি থেকে ঠাকুরপুকুর ৩-এ বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করেন। অপরদিকে, Sovan Chatterjee আর Baisakhi Banerjee বিজেপির মিছিলে উপস্থিত থাকবেন।  এদিন বিজেপির মিছিলে শোনার উপস্থিতিতে প্রসঙ্গ পার্থ চট্টোপাধ্যায় তাঁকে 'সহকর্মী' সম্বোধন করেন। তবে, শোভন চট্টোপাধ্যায়ের এই মিছিলে কোন প্রভাব পড়বে কিনা? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমাদের বেহালায় একটাই প্রভাব। সেটা Mamata Banerjee।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram