বিধায়ক পদে ইস্তফার পরদিনই কলকাতায় শুভেন্দুর বাড়ির সামনে মমতা-অভিষেকের হোর্ডিং

Continues below advertisement

বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরের দিনই কলকাতায় শুভেন্দুর বাড়ির সামনে মমতা, অভিষেকের ছবি-সহ হোর্ডিং। সুকিয়া স্ট্রিটের বাড়ির সামনে ওই হোর্ডিংয়ের পাশে আলাদা হোর্ডিংয়ে লেখা, 'যে দল গোটা পরিবারকে বহুরকম পদ দিল, ক্ষমতা দিল, উচ্চতা দিল, তারা? নাকি নারদের টাকা নেওয়ার ভিডিও দেখিয়ে গ্রেফতার চেয়ে পায়ে সিবিআই, ইডির শিকল পরিয়ে দিল, তারা? আসল কারণটা কী?' আবার অন্যদিকে জলপাইগুড়ির মালবাজারে রাজীব বন্দ্যোপাধ্যায়য়ের নামে পোস্টার। পুর এলাকার ৬টি জায়গায় এই দুই নেতার ছবি-সহ পোস্টার দেখা যায়। কোথাও পোস্টারে লেখা, 'দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি', আবার কোথাও লেখা 'সততার প্রতীক রাজীব বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram