বিজেপি যোগ দিচ্ছেন মিহির? আজ সকালে দিল্লি পৌঁছলে তৃণমূল বিধায়ককে স্বাগত জানালেন নিশীথ, দেখা করতে পারেন অমিত শাহর সঙ্গে

Trinamool Congress বিধায়ক Mihir Goswami-র BJP-তে যোগদানের সম্ভাবনা। আজ সকালে Delhi পৌঁছান Cooch Behar দক্ষিণের বিধায়ক। তাঁকে স্বাগত জানান, Cooch Behar-এর BJP সাংসদ Nishith Pramanik। BJP সূত্রে জানানো হচ্ছে, আজ Amit Shah-এর সঙ্গে দেখা করতে পারেন তিনি। দেখা করার পরেই তাঁর BJP-তে যোগদান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজকেই তিনি সম্ভবত দিল্লিতে যোগদান করতে পারবে অথবা কলকাতাতে দুদিন পরে যোগদান করতে পারেন BJP-তে। এই বিষয় Mihir Goswami বলেন, 'আমি মানসিকভাবে একটি সিদ্ধান্ত নিয়েছি। আমি আর Trinamool Congress-এর বোঝা হয়ে থাকতে চাই না। দলের নেত্রী যদি আমাকে বিধায়ক পদ ছেড়ে দেওয়ার জন্য বলেন তবে নিশ্চয় আমি সেই পদ ছেড়ে দেব।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola