বিজেপি যোগ দিচ্ছেন মিহির? আজ সকালে দিল্লি পৌঁছলে তৃণমূল বিধায়ককে স্বাগত জানালেন নিশীথ, দেখা করতে পারেন অমিত শাহর সঙ্গে

Continues below advertisement

Trinamool Congress বিধায়ক Mihir Goswami-র BJP-তে যোগদানের সম্ভাবনা। আজ সকালে Delhi পৌঁছান Cooch Behar দক্ষিণের বিধায়ক। তাঁকে স্বাগত জানান, Cooch Behar-এর BJP সাংসদ Nishith Pramanik। BJP সূত্রে জানানো হচ্ছে, আজ Amit Shah-এর সঙ্গে দেখা করতে পারেন তিনি। দেখা করার পরেই তাঁর BJP-তে যোগদান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজকেই তিনি সম্ভবত দিল্লিতে যোগদান করতে পারবে অথবা কলকাতাতে দুদিন পরে যোগদান করতে পারেন BJP-তে। এই বিষয় Mihir Goswami বলেন, 'আমি মানসিকভাবে একটি সিদ্ধান্ত নিয়েছি। আমি আর Trinamool Congress-এর বোঝা হয়ে থাকতে চাই না। দলের নেত্রী যদি আমাকে বিধায়ক পদ ছেড়ে দেওয়ার জন্য বলেন তবে নিশ্চয় আমি সেই পদ ছেড়ে দেব।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram