West Bengal Election 2021: লোকসভা ভোটে সৌমিত্রর প্রচারে ছুটে বেড়িয়েছিলেন সুজাতা, সম্পর্ক ভাঙনের মুখে উঠল সেই প্রসঙ্গও
লোকসভা ভোটের আগে আদালতের নির্দেশে নিজের কেন্দ্রে ঢুকতে পারেননি সৌমিত্র খাঁ ((Saumitra Khan)। তাঁর হয়ে প্রচার-সহ যাবতীয় কাজকর্মের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ ((Sujata Mondal Khan)। সোমবার তিনি তৃণমূলে যোগ দিতেই, স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠানোর কথা ঘোষণা করলেন সৌমিত্র খাঁ। তৃণমূল-বিজেপির মধ্যে দলবদল ঘিরে অনেক তরজাই দেখেছে রাজ্যবাসী। কিন্তু, এমন সাংসারিক টানাপোড়েন বেনজির! তবে মান-অভিমানে ভরা বিচ্ছেদের ঘোষণাতেও বারবার দু’জনের গলায় ফিরে এসেছে লোকসভা ভোটের সময়কার কথা। যখন বিষ্ণুপুর কেন্দ্রে কার্যত একা লড়ে স্বামীকে জিতিয়ে এনেছিলেন সুজাতা। বিভিন্ন জায়গায় ছুটে বেড়ানো, প্রচার, তৃণমূলকে আক্রমণ। স্বামীর অনুপস্থিতিতে সবেতেই সামনে স্ত্রী সুজাতা। শেষমেষ লোকসভা এলাকায় ভোটে ঢুকতে না পারলেও, জেতেন সৌমিত্রই। সোমবার তৃণমূলে যোগ দিয়েও, সেই অভিজ্ঞতার কথা বলেছেন সুজাতা।