West Bengal Election 2021: 'দলটা ২২ বছর ধরে প্রতি নিয়ত অপমান করেছে' হাউহাউ করে কান্না, তারপরও BJP র যোগদান মেলা থেকে চলে এলেন ডানকুনির তৃণমূল নেতা
Continues below advertisement
দলে অসম্মানিত হওয়ার অভিযোগ তুলে কেঁদে ভাসালেন সকালে। বিকেল গেলেন বিজেপির (BJP) যোগদান মেলায়। কিন্তু মাঝপথেই মত বদল করলেন তৃণমূল নেতা (TMC)। শাসক দলের প্রাক্তন কাউন্সিলরের এই নাটক ঘিরে দিনভর সরগরম হুগলির ডানকুনি। বৃহস্পতিবার সকালেই ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন ডানকুনি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্র। বিকেলে জনা পঞ্চাশেক অনুগামীকে নিয়ে হাজির হন বিজেপির যোগদান মেলায়। মঞ্চেও দেখা যায় তাঁকে। কিন্তু দিলীপ ঘোষ (Dilip Ghosh) আসার আগেই সভাস্থল ছাড়েন কৃষ্ণেন্দু। পিছু নেন তাঁর অনুগামীরা। কিন্তু হঠাৎ কেন এই মত বদল? এই প্রসঙ্গে বিজেপির দাবি, ব্যক্তিগত কারণে উনি মঞ্চ ছেড়ে চলে গেলেও ভবিষ্যতে উনি বিজেপিতেই আসবেন। ভুল বুঝতে পেরে এই মতবদল বলে পাল্টা দাবি তৃণমূলের।
Continues below advertisement
Tags :
Krishnendu Mitra WB Polls 2021 With ABP Ananda ABP Ananda Dankuni Khobor Bangla Khabar Bangla News Live News Bangla Ajker Bangla Khabar Bengali News Live Bengali News Bangla News Live Bangla News Bangla Khabar Ajker Khobor ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Trinamool Congress Hooghly West Bengal Elections With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress WB Elections With ABP Ananda Bengal Polls WB Election WB Polls West Bengal Assembly Elections 2021 West Bengal Assembly Elections West Bengal Assembly Election West Bengal Elections 2021 West Bengal Election 2021 West Bengal Elections West Bengal Election WB Polls 2021 Bengal Elections Bengal Election 2021 Mamata Banerjee