West Bengal Election 2021: 'দলটা ২২ বছর ধরে প্রতি নিয়ত অপমান করেছে' হাউহাউ করে কান্না, তারপরও BJP র যোগদান মেলা থেকে চলে এলেন ডানকুনির তৃণমূল নেতা

Continues below advertisement
দলে অসম্মানিত হওয়ার অভিযোগ তুলে কেঁদে ভাসালেন সকালে। বিকেল গেলেন বিজেপির (BJP) যোগদান মেলায়। কিন্তু মাঝপথেই মত বদল করলেন তৃণমূল নেতা (TMC)। শাসক দলের প্রাক্তন কাউন্সিলরের এই নাটক ঘিরে দিনভর সরগরম হুগলির ডানকুনি। বৃহস্পতিবার সকালেই ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন ডানকুনি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্র। বিকেলে জনা পঞ্চাশেক অনুগামীকে নিয়ে হাজির হন বিজেপির যোগদান মেলায়। মঞ্চেও দেখা যায় তাঁকে। কিন্তু দিলীপ ঘোষ (Dilip Ghosh) আসার আগেই সভাস্থল ছাড়েন কৃষ্ণেন্দু। পিছু নেন তাঁর অনুগামীরা। কিন্তু হঠাৎ কেন এই মত বদল? এই প্রসঙ্গে বিজেপির দাবি, ব্যক্তিগত কারণে উনি মঞ্চ ছেড়ে চলে গেলেও ভবিষ্যতে উনি বিজেপিতেই আসবেন। ভুল বুঝতে পেরে এই মতবদল বলে পাল্টা দাবি তৃণমূলের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram