West Bengal Election 2021: 'দল হারলে এবার PK-এর কারণেই হারবে' বিস্ফোরক মন্তব্য TMC বিধায়ক অনন্তদেব অধিকারীর

'যদি পরাজিত হয় তবে পিকের কারণেই পরাজিত হবে। পিকের টিমকে যে কাজে নিযুক্ত করা হয়েছে তাঁদের কারণেই আরও বেশি সাংগঠনিক ক্ষতি হয়েছে।' বিধানসভা ভোটের আগে বিধানসভা গেটের বাইরে দাঁড়িয়ে এভাবেই বিস্ফোরক মন্তব্য শাসকদলের বিধায়ক অনন্তদেব অধিকারীর। জলপাইগুড়ি-ময়নাগুড়ির Trinamool Congress বিধায়ক। ২০১৩ সালে RSP থেকে Trinamool Congress-এ যোগ দিয়ে উপনির্বাচনে জয়। ২০১৬-তে দলের টিকিটে ফের বিধায়ক। তাঁরই গলায় এখন কার্যত বিদ্রোহের সুর। তিনি বলেন, 'আমি দিদির কাছে এই বিষয় একটি চিঠি দিয়েছি। পিকের সমস্যার কথা তাতে লিখেছি। পিকে দলের সাংগঠনিক ক্ষেত্রে কোনও কাজে লাগছে না। সাংগঠনিক ক্ষেত্রে বিশেষ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola