West Bengal election 2021: 'আমি চারবারের বিধায়ক, অথচ মতামতটুকু না নিয়ে ব্লক সভাপতি ঠিক করা হল, যা অপমানজনক'' বিস্ফোরক রবীন্দ্রনাথ ভট্টাচার্য

Continues below advertisement
দলের অস্বস্তি বাড়িয়ে ফের সুর চড়ালেন তৃণমূলের সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এদিন নিজের অনুগামীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন এই প্রবীণ বিধায়ক। বৈঠক শেষে সিঙ্গুরের বিধায়ক বলেন, 'আমরা গোবিন্দ ধারাকে ব্লক সভাপতি হিসেবে মানতে পারছি না, মানবো না।' তাঁর মন্তব্য, 'জেলার সব ক্ষেত্রে বিধায়কদের পরামর্শে সাংগঠনিক পদগুলো করা হয়েছে। কিন্তু আমি চার বারের বিধায়ক। পছন্দমতো লোককে বসিয়ে দিয়েছে। এতে আমার সম্মতি থাক বা না থাক জানা হয়নি। এতে আমি অপমানিত বোধ করেছি।' যে ব্যক্তি দুর্নীতিগ্রস্ত তাঁকে আমি মেনে নেবো না। এভাবেই সুর চড়ান সিঙ্গুরের মাস্টারমশাই।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram