Suvendu's Rally at Contai: 'এই বার ২০০ পার', কাঁথির রোড শো থেকে ঘোষণা শুভেন্দুর

Continues below advertisement
৫ কিমি দীর্ঘ রোড শোয়ের মাঝে নাম না করে ফিরহাদ হাকিম বিরুদ্ধে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'মানুষ আছে। কলকাতাকে মিনি পাকিস্তান বলা নেতা কাল এসেছিলেন। আজকে দয়া করে টিভির সামনে একবার বসুন। আর ১৯৯৮ সালে দক্ষিণ কলকাতায় কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন যিনি, অধ্যাপক সৌগত রায়, কাল এসে নীতির কথা বলে গিয়েছেন। উনিও একবার টিভির সামনে বসুন। এই বার ২০০ পার। আর আমার কোনও ভাইপোকে নিয়ে আপত্তি নেই। তোলাবাজ ভাইপোকে নিয়ে আপত্তি আছে।'  তৃণমূলের কাঁথি সভার ২৪ ঘণ্টার মধ্যেই মেচেদা বাইপাস থেকে ৫ কিমি দীর্ঘ মিছিলের আয়োজন বিজেপির। এই মিছিলের মূল উদ্যোক্তা শুভেন্দু অধিকারী। মিছিলের যে রোড শো, সেই কনভয়ের গাড়িতে একদিকে জয়প্রকাশ মজুমদার, অপর পাশে সৌমিত্র খাঁ। গেরুয়া পাগড়িতে শুভেন্দুর নেতৃত্বে আয়োজিত এই মিছিল শেষ হবে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত। জানা গিয়েছে, মিছিলে জমায়েত নজরকাড়া। কন্টাই বা কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড হবে একটি জনসভা। প্রায় পৌনে দুটো নাগাদ এই মিছিলের প্রস্তুতি শুরু করেছিল বিজেপি। মিছিলের একদম শুরুতে বিভিন্ন বাদ্যযন্ত্রের উপস্থিতি দেখা গিয়েছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram