West Bengal Election 2021: পরপর দুদিন পন্ডিত তেজেন্দ্র নারায়ণের বাড়িতে RSS-TMC, বিদ্বজ্জনদের সমর্থন পেতেই কী টক্কর?
Continues below advertisement
অনুকরণের রাজনীতি নাকি টেক্কা দেওয়ার রাজনীতি? কার লাভ, কার ক্ষতি? রবিবার বিকেলে গেছিলেন RSS প্রধান মোহন ভাগবত। আর সোমবার সকালে সরোদবাদক পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের বাড়ি পৌঁছে গেলেন TMC-র রাজ্যসভার সাংসদ মণীশ গুপ্ত। হাতে তৃণমূল সরকারের দশ বছরের রিপোর্টকার্ড। গত নভেম্বরে কলকাতায় এসে পন্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তখন থেকেই প্রশ্ন উঠেছিল, তাহলে কি বিধানসভা ভোটার আগে কী বাংলার বিদ্বজ্জনদের সমর্থন পেতে এই টক্কর? ফের সেই প্রশ্ন তুলছে বিশেষজ্ঞদের একাংশ।
Continues below advertisement
Tags :
Tejendra Narayan Majumder Rss Chief Mohan Bhagwat WB Polls 2021 With ABP Ananda WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Election 2021 WB Elections WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Mamata Banerjee Bengal Election 2021 Bengal Elections