West Bengal Election 2021: '১০-১২ হাজার বেতন পাওয়া ছেলে আমাকে বলে দিচ্ছে কীভাবে পার্টি চালাতে হবে, এ তো আত্মহত্যা করার সামিল', পিকে-র সংস্থা নিয়ে বিস্ফোরক সুনীল মণ্ডল

Continues below advertisement
যাঁদের কথায় দল চালাচ্ছেন মমতা, গদ্দারি করছেন তাঁরাই। BJP-তে যোগের জল্পনার মধ্যেই বিস্ফোরক সাংসদ সুনীল মণ্ডল। পিকের বিরুদ্ধে ফের চড়া সুর সুনীলের। তিনি বলেন, 'এটা আমার, শুভেন্দুর, জিতেন্দ্র বা কাল যাঁরা এসেছিলেন তাঁদের কথা নয়। আপামর জনতার কথা। বিশেষ করে আই-প্যাকের বিরুদ্ধে যে ক্ষোভ তৈরি হয়েছে, তার পিছনে একটাই কারণ।' ১০-১২ হাজার বা ২০ হাজার বেতন পাওয়া ছেলে ঠিক করে দিচ্ছে, কী করতে হবে, কী করতে হবে না! এটা তো আত্মহত্যা করার সামিল। দল কী ভেবে,কেন এটা করল, সেটা দল জানে। হয়তো কারও ওপর দলের বিশ্বাস নেই।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram