'মমতার যাওয়ার সময়, ট্রেলার দেখছেন, সিনেমাটাও দেখবেন' TMC থেকে বহিষ্কারের পর মিষ্টি খাওয়ালেন কনিষ্ক
Continues below advertisement
দলের সঙ্গে শুভেন্দু অধিকারীর গুরুত্ব বাড়ার পর এক এক করে তাঁর ঘনিষ্ঠদের ডানা ছাটার কাজ শুরু হয়েছিল। এবার শুভেন্দু অনুগামী ও জেলা তৃণমূলের সম্পাদক কণিষ্ক পণ্ডাকে দল থেকেই বহিষ্কারকরল তৃণমূল। দলবিরোধী কাজকর্মের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কণিষ্ক যেন এটাই চাইছিলেন। বহিষ্কারের সিদ্ধান্ত জানার পর অনুগামীদের ডেকে মিষ্টিমুখ করান তিনি। 'শান্তি লাগছে। আমার লজ্জা ছিল, লজ্জামুক্তি ঘটল', জানালেন কণিষ্ক পণ্ডা।
Continues below advertisement
Tags :
Difference Of Opinion Kanishka Panda Abp Ananda WB Polls 2021 With ABP Ananda WB Election 2021 WB Elections 2021 TMC WB Elections Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda BJP WB Polls Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Election Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee