West Bengal Election 2021: শুভেন্দুর প্রশংসা! 'বেসুরো' প্রবীর ঘোষালকে শো-কজ করল তৃণমূল

Continues below advertisement
দলের জেলা মুখপাত্র ও কোর কমিটি থেকে ইস্তফা দিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। তবে সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে, এখনই বিধায়ক পদ ছাড়ছেন না বলে জানিয়েছেন প্রবীর ঘোষাল। পাশাপাশি, দলত্যাগও করছেন না বলে তিনি জানিয়েছেন। উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক বলেছেন, ‘আমার মনে অনেক ক্ষোভ তৈরি হচ্ছিল। দলের উচ্চ নেতৃত্বের কাছে সেই ক্ষোভের কথা জানিয়েও কাজ হয়নি। মুখ্যমন্ত্রীকে বলার পরেও কাজ হয়নি। আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই সবচেয়ে জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী। ওকে দলে রাখা দরকার ছিল। দল হয়তো আমাদের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। দল যদি মনে করে শাস্তি দিক।’ ইস্তফা দিয়ে বিজেপি যোগের জল্পনাও উড়িয়ে দেননি তিনি। এরপরেই প্রবীর ঘোষালকে শো-কজ করল তৃণমূল, করা হল সতর্ক।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram