West Bengal Elections 2021: বিধানসভা নির্বাচনে রাজ্যে হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সম্ভাবনা
Continues below advertisement
ভোটে অশান্তি দমনে জিরো টলারেন্স নীতি মেনে চলার ব্যাপারে বদ্ধপরিকর নির্বাচন কমিশন (Election Commission of India)। এই প্রেক্ষাপটে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)মোতায়েন করা হতে পারে বলে জোরাল সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রের দাবি, এব্যপারে জাতীয় নির্বাচন কমিশনের রিভিউ মিটিংয়ে প্রাথমিক সিদ্ধান্তও হয়েছে। এই বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। ২০১৯ সালের লোকসভা ভোটে রাজ্যে মোতায়েন ছিল ৭৪৯ কোম্পানি, আর ২০১৬ বিধানসভা ভোটে ৭২৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল রাজ্যে। যা বাড়তে পারে হাজার কোম্পানিতে, পাশাপাশি আজ থেকে চালু হচ্ছে ডিজিটাল ভোটার কার্ড।
Continues below advertisement
Tags :
Zero Tolerance Policy Central Forces Election Commission WB Polls 2021 With ABP Ananda WB Elections 2021 TMC BJP WB Elections West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda Congress WB Election 2021 WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Mamata Banerjee Bengal Election 2021 Bengal Elections