West Bengal Elections 2021: ভোটের আগে AIMIM-এ ভাঙন, তৃণমূলে এলেন শেখ আনোয়ার হুসেন পাশা-সহ ২০ নেতা-কর্মী
Continues below advertisement
বিধানসভা ভোটের আগেই AIMIM-এ ভাঙন। তৃণমূলে যোগ দিলেন মিম নেতা শেখ আনোয়ার হুসেন পাশা। কিছু যায় আসে না, দাবি মিমের সর্বভারতীয় মুখপাত্রের। মিম-তৃণমূলের বোঝাপড়া রয়েছে, দাবি BJP-র। সদ্য বিহারে বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফলের পর এবার বাংলায় নজর Asaduddin Owaisi-র দল মিমের। বাংলায় মিমের মূল স্তম্ভ বলে দাবি করে মিম নেতা শেখ আনোয়ার হুসেন পাশাকে নিজেদের দলে টানল তৃণমূল। একা পাশাই নন, তৃণমূলের দাবি, সোমবার মিমের আরও ২০ জন নেতা-কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন।
Continues below advertisement
Tags :
Sheikh Anwar Hussain Pasha করোনা পাশবালিশ ABP Ananda ‘ MIM ABP Ananda Digital ABP Ananda Bengali News ABP Ananda LIVE Abp Ananda BJP TMC West Bengal Elections 2021 West Bengal Elections