গলায় হৃদমাঝারে রাখার অঙ্গীকার..নিজের হাতে পায়েস রান্নার আন্তরিকতা, স্মরণীয় হয়ে রইল বাউলবাড়ির শাহী-ভোজ

Continues below advertisement

শাহী অতিথি বলে কথা। তাই হৃদমাঝারে রাখার অঙ্গীকার গৃহকর্তা বাউল শিল্পীর। গান শোনার পর বাউল বাড়িতে অতিথি আপ্যায়ন। এদিন মরসুমের শীতলতম দিন কিন্তু রবিবাসরীয় রবিতীর্থের ছবি দেখে তা বোঝার উপায় নেই। রাজনীতির উত্তাপে উষ্ণ শান্তিনিকেতন। সকাল থেকে শান্তিনিকেতন ঘুরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করলেন রোড শো। দুপুরে পাত পেড়ে খেলেন বাউলবাড়িতে। পরিবার সূত্রে খবর, সাতদিন আগে জেলার বিজেপি নেতারা জানিয়েছিলেন এই বাড়িতেই মধ্যাহ্নভোজের জন্য আসবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৬ জনের খাওয়ার ব্যবস্থা করতে হবে। শুনে প্রথমে বিশ্বাস করতে পারেননি রতনপল্লীর এই বাউল পরিবার। একদিকে আনন্দ, অন্যদিকে আশঙ্কা।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram