Morning Headlines: 'মুখ্যমন্ত্রী হবেন বাংলা থেকেই', বহিরাগত বিতর্কে তৃণমূলকে জবাব অমিতের, সঙ্গে আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর একনজরে
দুর্নীতি, পরিবারতন্ত্র, হিংসায় এক নম্বরে বাংলা। বন্ধ উন্নয়ন। বোলপুরে এসে আক্রমণ অমিত শাহের (Amit Shah)। মিথ্যা তথ্য, সর্দার প্যাটেলের চেয়ারে বসার যোগ্যতাই নেই, পাল্টা সৌগত (Saugata Roy)। বোলপুরে রোড শো অমিত শাহের। ঐতিহাসিক রোড শো, মোদির প্রতি আস্থা, মমতার ওপর ক্ষোভের বহিঃপ্রকাশ। তৃণমূলকে উৎখাতের ডাক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Union Home Minister)। বিধানসভায় ২০০ আসন জিতে সোনার বাংলা গড়বে বিজেপি (BJP), ভাইপোর দাদাগিরি বন্ধ হবে, আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আগে সোনার ইন্ডিয়া তৈরী করুন, পাল্টা অনুব্রত (Anubrata Mondal)। তৃণমূলকে (TMC) হারাতে ভূমিপুত্ররাই যথেষ্ট, মুখ্যমন্ত্রী হবেন বাংলা থেকেই', বহিরাগত বিতর্কে জবাব অমিতের। ক্ষমতা দখলের দিবাস্বপ্ন, কটাক্ষ তৃণমূলের। নাড্ডার কনভয়ে হামলা গণতন্ত্রের ওপর হামলা, হিংসার জবাব গণতান্ত্রিক পদ্ধতিতে দেব, বললেন অমিত শাহ। রাজ্য ব্যবস্থা নিয়েছে, গ্রেফতার হয়েছে, আর কী চাই?, পাল্টা তৃণমূল। করোনার জন্যই আটকে আছে CAA, টিকাকরণ শুরু হওয়ার পর এনিয়ে ভাবব, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চালু না হলে খারাপ প্রভাব পড়তে পারে, বললেন শান্তনু ঠাকুর। পুলিশ অফিসারদের বদলি নিয়ে রাজ্যের অধিকারে নির্লজ্জভাবে নাক গলাচ্ছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রীর সফর চলাকালীন ট্যুইট মমতার। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে কিছুই করিনি, পাল্টা অমিত। বোলপুরে অমিত শাহের রোড শো, পাল্টা বঙ্গধ্বনি যাত্রা অনুব্রতর। শান্তিনিকেতনের আশ্রম চত্বর ঘুরে দেখলেন অমিত শাহ, উপাসনা গৃহে পুষ্পার্ঘ নিবেদন। সঙ্গীতভবন হয়ে গেলেন বাংলাদেশ ভবনে। কৃষক আন্দোলনের মধ্যেই গুরুদ্বারে মোদি।