আমি তো শুনছি Sourav Ganguly ও Laxmi Ratan Shukla একসঙ্গে নেট প্র্যাকটিস করবেন, BJP নেতা Samik Bhattacharya-র এই মন্তব্যে আরও জোরাল জল্পনা

Continues below advertisement
বঙ্গ রাজনীতি কি লক্ষ্মী হারাবে? নাকি ঘাস ফুলের লক্ষ্মী পা বাড়াবে অন্য ঘরে? বিজেপি (BJP) নেতাদের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জোরাল হচ্ছে সেই জল্পনা। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বলেন, "আমি তো শুনছি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও লক্ষ্মীরতন শুক্ল (Laxmi Ratan Shukla) একসঙ্গে নেট প্র্যাকটিস করবেন।" মঙ্গলবার ক্রীড়া প্রতিমন্ত্রী এবং তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন লক্ষ্মীরতন শুক্ল। অন্যদিকে লক্ষ্মীরতন শুক্লর কথায়, "আমি রাজনীতি থেকে আপাতত বিদায় নিচ্ছি।" বিস্ফোরক কিছু বললেন না, ব্যবহার করলেন অত্যন্ত বাছা বাছা কিছু শব্দ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram