West Bengal Elections 2021: TMC MLA Mihir Goswami-কে সরাসরি গেরুয়া শিবিরে আহ্বান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের
তৃণমূল আর তাঁর নিজের দল নয় বলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন। BJP সাংসদের সঙ্গে দেখা করে জল্পনা বাড়িয়েছেন। দেখা হয়েছে প্রদেশ Congress নেতার সঙ্গেও। আগামী দিনে কী মিহির গোস্বামীর রাজনৈতিক ভবিষ্যৎ? চলছে জোর জল্পনা। এর মধ্যেই সরাসরি গেরুয়া শিবিরে যোগদানের আহ্বান জানালেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বসু।
পিকের সংস্থা নিয়ে প্রকাশ্যে ক্ষোভপ্রকাশের পর মিহিরবাবুর সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তাঁর বাড়ি বয়ে গেলেও দেখা পাননি। এই অবস্থায় বিক্ষুব্ধ TMC MLA Mihir Goswami-র গতিবিধির ওপর নজর রাখছে BJP। তিনি গেরুয়া শিবিরে যোগ দেবেন বলে ইচ্ছাপ্রকাশ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের। দিবাস্বপ্ন দেখছে বিজেপি, মন্তব্য জেলা তৃণমূল নেতৃত্বের। মিহির গোস্বামীর প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Tags :
ABP Ananda LIVE Abp Ananda Mihir Goswami BJP TMC West Bengal Elections West Bengal Elections 2021