West Bengal Elections 2021: আসন্ন বিধানসভা ভোটে কার ঝুলিতে কটা আসনের সম্ভাবনা? কী বলছে সি ভোটারের জনমত সমীক্ষা? দেখুন

Continues below advertisement
আসন্ন বিধানসভা ভোটে কোন দল কটি আসন পেতে পারে? কার ঝুলিতে কত শতাংশ ভোট? সি ভোটারের জনমত সমীক্ষায় সেই পরিসংখ্যান জানাচ্ছেন এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে। ১৫৪ থেকে ১৬২টি আসন পেতে পারে তৃণমূল (TMC)। ৯৮ থেকে ১০৬টি কেন্দ্রে জয়লাভের সম্ভাবনা বিজেপির (BJP)। ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়। বাম-কংগ্রেস পেতে পারে ২৬ থেকে ৩৪টি আসন। সামান্য কমে বিধানসভা নির্বাচনে ৪৩ শতাংশ ভোট পেতে পারে তৃণমূল। ভোট বাড়িয়ে বিজেপি পেতে পারে ৩৮ শতাংশ। ইঙ্গিত সি ভোটার সমীক্ষায়। বাম-কংগ্রেস নামতে পারে ১২ শতাংশে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram