West Bengal Elections 2021: 'দলের জন্য প্রচুর করেছি, ভাবলে অনুশোচনা হয়, এবার ক্ষোভ প্রকাশ মালদা জেলা তৃণমূলের আহ্বায়কের
এবার বেসুরো মালদা জেলা তৃণমূলের আহ্বায়ক দুলাল সরকার। তাঁর অভিযোগ, সেনাপতি না করে, দল তাঁকে সেকেন্ডম্যান করে রেখেছে। ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের হুঁশিয়ারি, ঘাসফুল প্রতীকে আর কোনও নির্বাচনে লড়বেন না তিনি। বিক্ষুব্ধ তৃণমূল নেতাকে দলে স্বাগত জানিয়েছে বিজেপি। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, শীর্ষ নেতৃত্ব বিষয়টি দেখছে।
সূত্রের খবর, ২০১৬ সালের বিধানসভা ভোটে পরাজয়ের জন্য দলেরই একাংশের অন্তর্ঘাতকে দায়ী করেছিলেন দুলাল সরকার । ২০১৯ সালের লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন মৌসম বেনজির নূর।
মালদা উত্তর লোকসভা আসনে হেরে যাওয়ার পর জেলা তৃণমূলের সভাপতি হন মৌসম। এক সময় জেলা সভাপতির দায়িত্ব সামলানো দুলাল সরকারকে করা হয় তৃণমূলের জেলা আহ্বায়ক । গত পুরভোটে তৃণমূলের টিকিটে জয়ী হওয়ার পর ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান হন দুলাল সরকার। কিন্তু এক মাসের মধ্যে তাঁকে সরিয়ে চেয়ারম্যান পদে বসানো হয় নীহার ঘোষকে। বাম-কংগ্রেস জোট সমর্থিত নির্দল প্রার্থী নীহার ঘোষ তৃণমূলে যোগ দেওয়ার পরই ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদে বসেন ।