West Bengal Elections 2021: 'গাফিলতি দেখলে প্রয়োজনে অফিসারদের সাসপেন্ড করা হতে পারে', বলছে Election Commission
Continues below advertisement
নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চের প্রথম দিনের বৈঠকেই ধাক্কা খেল রাজ্য প্রশাসন। সূত্রের খবর, আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্যের রিপোর্টে সন্তুষ্ট নয় কমিশন। দফায় দফায় ডেকে পাঠানো হল এডিজি (ADG) আইনশৃঙ্খলাকে।উল্টো দিকে আবার কেন্দ্রীয় বাহিনী BSF-এর বিরুদ্ধে বিশেষ দলের হয়ে কাজ করার অভিযোগ জানাল তৃণমূল (TMC)। ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলায় বিধানসভা ভোটের ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে।আর দিন যত এগিয়ে আসছে, রাজ্যজুড়ে রাজনৈতিক অশান্তি আরও বাড়ছে। এমন পরিস্থিতিতে বুধবার রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর বৃহস্পতিবার দিনভর শহরের অভিজাত হোটেলে প্রশাসন ও রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন।
Continues below advertisement
Tags :
EC Full Bench Election In Bengal Dm Sp Kolkata Election Commission WB Polls 2021 With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda West Bengal Election 2021 West Bengal Elections West Bengal Election WB Polls 2021 Bengal Polls West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee