'আত্মসমালোচনা ও সংশোধন প্রয়োজন', শুভেন্দুর চিঠি পেয়ে মুখ্যমন্ত্রীকে লিখলেন রাজ্যপাল
Continues below advertisement
বিধায়ক পদ ছাড়ার পর মিথ্যে মামলায় ফাঁসানোর আশাঙ্কা প্রকাশ করে রাজ্যপালকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। এবার তার ভিত্তিতেই পদক্ষেপ নিতে বলে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন জগদীপ ধনকড়। চিঠিতে রাজ্যপাল লিখেছেন, 'পুলিশ প্রশাসন যাতে শুভেন্দু অধিকারী ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে রাজনৈতিক হিংসাবশত ফৌজদারি মামলা না করে সে ব্যাপারে হস্তক্ষেপ চেয়ে আমাকে চিঠি পাঠিয়েছেন শুভেন্দু। জরুরি ভিত্তিতে বিষয়টিকে গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিন। আপনার একদা সহযোগীর এই আশঙ্কাই বুঝিয়ে দিচ্ছে, সাংবিধানিক মুল্যবোধ ও আইনের শাসন বজায় রাখতে আত্মসমালোচনা ও সংশোধন প্রয়োজন।'
Continues below advertisement
Tags :
Jitendra Tiwari Jagdeep Dhankar WB Polls 2021 With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress WB Elections With ABP Ananda West Bengal Elections With ABP Ananda West Bengal Assembly Elections 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections WB Polls WB Election Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee Amit Shah