West Bengal Elections 2021: মন গলাতে পারলেন না মন্ত্রী Rabindranath Ghosh, নিজ বক্তব্যেই অনড় 'বিক্ষুব্ধ' Mihir Goswami

Continues below advertisement

বছর ঘুরলেই West Bengal Assembly Election। তার আগে জেলায় জেলায় TMC-র বেশ কিছু বিধায়কের গলায় ক্ষোভের সুর। শুরু হয়েছে মানভঞ্জনের চেষ্টা। কিন্তু তাতেও বরফ গলছে না। মঙ্গলবার Cooch Behar দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর বাড়ি যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা হেভিওয়েট TMC নেতা রবীন্দ্রনাথ ঘোষ। দুজনের দেখা হয়, কথা হয়। কিন্তু হল না সমঝোতা। নিজের বক্তব্যেই স্থির থাকলেন মিহির গোস্বামী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram