West Bengal Elections 2021: দলের তরফে শুভেন্দুর সঙ্গে আর কথা নয়, জানালেন Saugata Roy, তবে এখনও নীরব Suvendu

তৃণমূলে কি শেষ হতে চলেছে Suvendu অধ্যায়?
দলের তরফে ওর সঙ্গে কোনও কথা নয়, জানালেন তৃণমূল সাংসদ Saugata Roy। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নীরব শুভেন্দুও। সাইডলাইনে বসে থাকা এক্সট্রা প্লেয়ার মাঠে নেমে সেম সাইড গোল করেছেন, কটাক্ষ দিলীপ ঘোষের। ওরা তো খেলোয়াড়ই নয়, ওরা খেলোয়াড় ছিনতাইবাজ কর্মকর্তা, পাল্টা সৌগত।
বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিলেও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নীরবই রইলেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু। অন্যদিকে তৃণমূল স্পষ্ট বার্তা দিয়ে বুঝিয়ে দিল, বল এবার শুভেন্দুর কোর্টে। সবাই আপাতত তাকিয়ে রবিবার শুভেন্দুর বক্তব্যের দিকে, সেদিনই কী দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন শুভেন্দু?


JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola