West Bengal Elections 2021: দলের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ, রানাঘাটের পুর প্রশাসকের পদ ছাড়লেন পার্থসারথি চট্টোপাধ্যায়

Continues below advertisement
রানাঘাটের পুর প্রশাসকের পদ ছাড়লেন পার্থসারথি চট্টোপাধ্যায়। পদ ছাড়ার পরই দলের বিরুদ্ধে তুললেন বৈষম্যের অভিযোগ। রানাঘাটের ২৫ বছরের পুরপ্রধানকে দলে টানতে উদ্যোগী বিজেপি।কিছু বলার থাকলে, দলে বলতে পারতেন। প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বের।
দলীয় পদ থেকে সরানোর দু’দিনের মাথায় রানাঘাট পুরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন পার্থসারথি চট্টোপাধ্যায়। দলবিরোধী কাজের অভিযোগে ২৫ জানুয়ারি, পার্থসারথি চট্টোপাধ্যায়কে তৃণমূলের জেলা সহ সভাপতির পদ থেকে সরানো হয়। দু’দিনের মধ্যেই দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অপসারিত তৃণমূল নেতা। তুললেন বৈষম্যের অভিযোগ।
এই তৃণমূল নেতার ক্ষোভকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিজেপি। নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি ভাস্কর ঘোষ বলেছেন, ‘এটা পরিষ্কার তাঁকে স্বাধীন ভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। বিজেপি সবাইকে স্বাধীনভাবে কাজ করতে দেয়। তাঁকে আহ্বান জানাচ্ছি। তিনি চাইলে বিজেপিতে আসতে পারেন। এলে যোগ্য সম্মান দেওয়া হবে।’
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram