West Bengal Elections 2021: 'কর্মীদের চাকরবাকর ভাবলে তাঁদের দ্বারাই একদিন ক্ষমতাচ্যুত হবেন', ফের খোঁচা রাজীবের

Continues below advertisement
রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) দীর্ঘদিন ধরেই বেসুরো। ক্ষোভ দূর করে মানভঞ্জনের জন্য খোদ তৃণমূল মহাসচিবের বাড়িতে দু'বার বৈঠক হয়েছে। সেই বৈঠকে রাজীবের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের (Parha Chatterjee) পাশাপাশি কথা বলেছেন তৃণমূলের স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরও (Prashant Kishor)। তারপরও রাজীবের বয়ান যে এতটুকু বদলায়নি, বরং আরও আক্রমণাত্মক হয়েছে সুর, তার প্রমাণ মিলল রবিবার ভাইরাল হওয়া একটি ভিডিওয়। তৃণমূল সূত্রে দাবি, ভিডিওটি হাওড়ার ডোমজুড়ের একটি রক্তদান শিবিরের। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram