West Bengal Elections 2021: 'মীরজাফরের আমল থেকে শুরু, এটা রাজনৈতিক অসুখ', শুভেন্দুর দলবদল নিয়ে তীব্র খোঁচা সুব্রতর

Continues below advertisement

শনিবারই মেদিনীপুরে অমিত শাহের (Amit Shah) সভায় বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারপর থেকে লাগাতার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নিশানায় কাঁথির অধিকারী পরিবারের মেজো ছেলে। রাজ্য রাজনীতির উত্তাপ কয়েকগুণ চড়িয়ে অব্যাহত TMC-BJP সংঘাত। শনিবার আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেন শুভেন্দু, তাঁর সঙ্গেই শিবির বদলান বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল-সহ আরও অনেকে। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান তৃণমূল কংগ্রেসের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা। উল্লসিত বিজেপি শিবির। ‘এটা একরকমের রাজনৈতিক অসুখ, তৈরি হয়েছিল মীরজাফরের আমলে। যা আজও মাঝেমাঝে ঘটে এবং ঘটেছেও’, কটাক্ষ তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram