West Bengal Elections 2021: 'পুলিশ যার, কেশপুর তার', একাধিক ইস্যুতে তৃণমূলকে বিঁধে মন্তব্য শুভেন্দুর

Continues below advertisement
পুলিশ যার হাতে, তার হাতেই কেশপুর (Keshpur)! পশ্চিম মেদিনীপুরের একদা বামদুর্গ কেশপুরে দাঁড়িয়ে তৃণমূলকে (TMC) বিঁধলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বামেদের প্রশংসার পাশাপাশি, আহ্বান জানালেন বিজেপিকে (BJP) ভোট দেওয়ার জন্য। এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বামেরা। শুভেন্দু (Suvendu Adhikari) প্রসঙ্গে সুর চড়িয়েছে তৃণমূলও। ২০০১ সালে এই কেশপুর বিধানসভা কেন্দ্র থেকে ১ লক্ষ ৮ হাজার ভোটের ব্যবধানে জিতে গোটা রাজ্যে শোরগোল ফেলে দেন সিপিএম বিধায়ক নন্দরানী ডল। ব্যাপক রিগিংয়ের অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু শাসক বদলালেও, কেশপুর বদলায়নি। ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে কেশপুরে জেলা পরিষদের তিনটি আসনে তৃণমূলের জয়ের ব্যবধান দাঁড়ায় ১ লক্ষ ৩৩ হাজার। ২০১৬ সালে এই কেশপুর বিধানসভা থেকেই রেকর্ড ১ লক্ষ ১ হাজার ১৫১ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী ।২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী এই কেশপুর বিধানসভা কেন্দ্র থেকেই তৃণমূল এগিয়ে ছিল ৯২ হাজার ভোটে!
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram