West Bengal Elections 2021: বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, ‘বামফ্রন্টের বিকল্প, উন্নততর বামফ্রন্ট’ আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘তৃণমূলের বিকল্প আরও উন্নততর তৃণমূল’

Continues below advertisement

বিধানসভা ভোটের মুখে তৃণমূল-বিজেপি লড়াইয়ের মধ্যে বারবার উঠে আসছে বামেদের প্রসঙ্গ। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে সিপিএম পরিচালিত ত্রিপুরা সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যের প্রসঙ্গ টেনে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি পূর্ব বর্ধমানে সিপিএমের এক জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার (Manik Sarkar) বলেন, "ভোটের আগে ত্রিপুরাকেও সোনায় মোড়ার কথা বলেছিল।" এদিকে শুভেন্দু অধিকারীর গলায় আবার সদ্য পুরনো দলকে আক্রমণ করতে গিয়ে কখনও বিগত বাম সরকার, কখনও বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গ শোনা যাচ্ছে।

সম্প্রতি পূর্ব বর্ধমানে সিপিএমের এক জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ভোটের ঠিক এক বছর আগে থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্য মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের চার্টার্ড প্লেনে ত্রিপুরায় আনত BJP। ঠিক এখন বাংলায় যেটা ওরা করছে।...কেন্দ্রীয় নেতারা এসে প্রচারে সোনার পাত দিয়ে বাংলাকে মুড়ে দেওয়ার কথা বলছেন। ওঁরা ত্রিপুরাতেও বলেছিলেন, আমরা সোনার ত্রিপুরা গড়ে দেব। সেই একই কায়দায় চলছে প্রচার। মানুষকে ভুল বুঝিয়েছিল ওরা। ৩৪ মাসের BJP সরকারকে দেখে এখন মানুষ নিজের ভুল বুঝতে পেরেছেন। আজ আপনারা ডবল ইঞ্জিনের কথা শুনছেন, এটা ওদের বহু পুরোনো টোটকা। ওদের পাতা ফাঁদে পা দেবেন না।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram