West Bengal Elections 2021: জোটে আব্বাস সিদ্দিকির দলকে যোগ করতে চেয়ে Sonia Gandhi-কে চিঠি দিলেন Abdul Mannan
Continues below advertisement
লক্ষ্য, সংখ্যালঘু ভোট ভাগ হওয়া রুখে, নিজেদের সমর্থন বাড়ানো। তাই আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টকে জোটে সামিল করানোর উদ্যোগ নিল কংগ্রেস। অনুমতি চেয়ে কংগ্রেস সভানেত্রীকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। যদিও এই উদ্যোগকে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল কিংবা বিজেপি।
গত লোকসভা ভোটের ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, সংখ্যালঘু ভোট কংগ্রেসের পাশ থেকে সরে গেছে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের মতো জেলায় সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে কংগ্রেস পিছিয়ে।
এই প্রেক্ষাপটে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের উত্থান, ধর্মনিরপেক্ষ দলগুলির কাছে বড় চ্যালেঞ্জ।
চিঠিতে আব্দুল মান্নান লেখেন, বাম-কংগ্রেসের জোটে যদি ISF-কে সামিল করা যায়, তাহলে তা গেম চেঞ্জার হয়ে উঠতে পারে।
AICC অনুমতি দিলে, মহাজোট গড়তে আনুষ্ঠানিকভাবে ISF-এর সঙ্গে আলোচনা শুরু করতে পারি।
গত লোকসভা ভোটের ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, সংখ্যালঘু ভোট কংগ্রেসের পাশ থেকে সরে গেছে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের মতো জেলায় সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে কংগ্রেস পিছিয়ে।
এই প্রেক্ষাপটে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের উত্থান, ধর্মনিরপেক্ষ দলগুলির কাছে বড় চ্যালেঞ্জ।
চিঠিতে আব্দুল মান্নান লেখেন, বাম-কংগ্রেসের জোটে যদি ISF-কে সামিল করা যায়, তাহলে তা গেম চেঞ্জার হয়ে উঠতে পারে।
AICC অনুমতি দিলে, মহাজোট গড়তে আনুষ্ঠানিকভাবে ISF-এর সঙ্গে আলোচনা শুরু করতে পারি।
Continues below advertisement
Tags :
ISF Left-Congress Abbas Siddiqui Abdul Mannan Sonia Gandhi Kolkata WB Polls 2021 With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda West Bengal Election 2021 West Bengal Elections West Bengal Election WB Polls 2021 Bengal Polls West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee