West Bengal Elections 2021: 'বাম-কংগ্রেস নিজেদের ভোট পেলে ভোট কমবে বিজেপির', মন্তব্য সৌগতর

Continues below advertisement
রাজ্যে বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আজ ফের আলোচনায় বসেন কংগ্রেস ও বাম নেতারা। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হলেন কংগ্রেস ও বাম নেতৃবৃন্দ। "২৯৪ আসনের মধ্যে ১৯৩ আসনের সমঝোতা চূড়ান্ত। প্রথম দফার বৈঠকে জট খোলে ৭৭ আসনের। দ্বিতীয় বৈঠকে জট খুলল আরও ১১৬ আসনের’। ১১৬ আসনের মধ্যে বামেরা লড়বে ৬৮ আসনে এবং কংগ্রেস লড়বে ৪৮ আসনে", জানালেন বাম ও কংগ্রেস নেতৃত্ব। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, "এটা অন্য দলের ব্যাপার। আমরা বিজেপির বিরুদ্ধেও লড়ব, বাম-কংগ্রেসের বিরুদ্ধেও লড়ব। যদি বাম-কংগ্রেস নিজেদের ভোট কিছুটা পেলে বিজেপির ভোট কমবে। আমরা এনিয়ে খুব একটা চিন্তিত নই। আমাদের এতে কিছু আসে যায় না।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram