West Bengal Elections: Bankura-য় আজ সিধোকানু ময়দানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, প্রস্তুতি তুঙ্গে, মঙ্গলবার Corona Vaccine নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে Virtual Meeting
মঙ্গলবার করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। সফরসুচি বদলে গতকালই Bankura-য় যান মুখ্যমন্ত্রী। কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত তৃণমূল সাংসদ-বিধায়করা, তাই জেলায় ছুটছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ Dilip Ghosh-র। পাল্টা আক্রমণে তৃণমূল। পূর্ব নির্ধারিত সূচিতে ঠিক ছিল সোমবার, কিন্তু সূচিতে পরিবর্তন ঘটিয়ে রবিবারই বাঁকুড়ায় পৌঁছান মুখ্যমন্ত্রী। মুকুটমণিপুরের হেলিপ্যাড থেকে গাড়িতে করে যান সেচদফতরের অধীন কংসাবতী ভবনে।
আজ খাতড়ায় সিধোকানু ময়দানে প্রশাসনিক জনসভা। এই জনসভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি। আগামীকাল রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক। তার আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক। বুধবার বাঁকুড়ায় দলীয় জনসভা করার সম্ভবানা।
মুখ্যমন্ত্রীর এই জেলাসফরকে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, প্রশাসন ব্যর্থ, দলের ওপর মানুষের ভরসা নেই। নিজের দল সামলান আগে, পাল্টা পার্থ চট্টোপাধ্যায়। দুপক্ষকেই একযোগে আক্রমণ করেছে সিপিআইএম।