West Bengal Elections: “আমি দলেই আছি”, হুঙ্কার Suvendu Adhikari-র, ‘দলে থাকা না থাকা এক’, পাল্টা Akhil Giri

Continues below advertisement

কখনও বসন্তের কোকিল, কখনও elected মেম্বার আবার কখনও সকলের পাশে থাকার কথা! নাম না করে কাকে বার্তা দিয়ে চলেছেন Suvendu Adhikari? তবে TMC সূত্রে খবর, দলে সাংগঠনিক বদলের কথা বলেছেন পরিবহণমন্ত্রী। এ নিয়ে আগামী সপ্তাহেই ফের বৈঠকের সম্ভাবনা। শুভেন্দু যাতে দল না ছাড়েন, সেই চেষ্টা শুরু করেছে তৃণমূল শিবির। বরফ গলাতে দুই বর্ষীয়ান সাংসদকে শুভেন্দুর সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়। সোমবার রাতে শুভেন্দুর সঙ্গে এক সাংসদের বৈঠক হয় বলে সূত্রের দাবি। গতকাল অখিল গিরির গড়ে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, “আমি কিন্তু দলেই আছি।“ এপ্রসঙ্গে অখিল গিরি জানান, “ওর দলে থাকা না থাকা এক।“

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram