TMC vs BJP: দেওয়াল লিখন নিয়ে রণক্ষেত্র ঘোলার নাটাগড়, তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ৫

Continues below advertisement
দেওয়াল তুমি কার? ভোটের আগে উত্তর ২৪ পরগনার ঘোলার নাটাগড়ে চরম উত্তেজনা। দলীয় প্রচারের জন্য দেওয়াল দখলে রাখতে মুখোমুখি সংঘর্ষে তৃণমূল-বিজেপি। উত্তেজনা প্রশমনে এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। এখনও কেউ গ্রেফতার হয়নি।
আক্রান্ত বিজেপি নেতা ও বুথ সভাপতি পার্থ সাহার অভিযোগ, ‘বিজেপির তরফে আমরা দেওয়াল লিখি। সেই লিখন চুন দিয়ে মুছে দেয় তৃণমূল। প্রতিবাদ করলে আমাদের উপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা।’
পাল্টা পানিহাটি পূর্ব টাউনের তৃণমূল সভাপতি সম্রাট চক্রবর্তীর অভিযোগ, ‘আমাদের দেওয়াল জোর করে দখল করেছিল বিজেপি। আমাদের কর্মীরা প্রতিরোধ করে। আমাদের ২ জনকে মারধর করা হয়েছে।’
অন্যদিকে, হুগলির কোন্নগরেও দেওয়ালের দখল নিয়ে সংঘর্ষে জড়াল তৃণমূল-বিজেপি। বিজেপির অভিযোগ, লোকসভা ভোটের সময় থেকে তাদের দখলে থাকা দেওয়াল রং করতে গেলে বাধা দেয় তৃণমূল। শাসক শিবিরের পাল্টা দাবি, বিজেপি কর্মীরাই তাদের উপর হামলা চালায়। বিজেপি নেতা ও প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্যর অভিযোগ, ‘পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। দেওয়াল লিখতে গিয়ে আমাদের কর্মীরা মার খাচ্ছেন।’
পাল্টা হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব বলেছেন, ‘দুয়ারে সরকার কর্মসূচি পণ্ড করতেই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা।’  এই ঘটনায় দু’ পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। 
এদিকে, পশ্চিম বর্ধমানের অন্ডালের ধান্ডাডিহি গ্রামেও দেওয়াল দখল নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।
তৃণমূলের অভিযোগ, তাদের দেওয়াল দখল করে নেয় বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। প্রার্থীদের নামও চূড়ান্ত হয়নি। কিন্তু, তার আগেই দেওয়াল ঘিরে কাড়াকাড়িই বুঝিয়ে দিচ্ছে, এবারের বিধানসভা যুদ্ধ কোন দিকে এগোতে চলেছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram