West Bengal Elections with ABP Ananda: শুভেন্দুর সঙ্গে দেখতে চাই, দুর্গাপুরে তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের সমর্থনে পোস্টার
Continues below advertisement
এবার পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের সমর্থনে পোস্টার দুর্গাপুরে। পোস্টারে লেখা ‘শুভেন্দুর সঙ্গে দেখতে চাই’। দলের মধ্যে ক্ষোভ-বিক্ষোভের বহিঃপ্রকাশ। জল্পনা উস্কে দিয়ে মন্তব্য সুনীল মণ্ডলের। ফ্লেক্স-পোস্টার ছড়াচ্ছে বিজেপি। দাবি তৃণমূলের একাংশের। মানতে নারাজ গেরুয়া শিবির।
শুভেন্দু অধিকারী থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, এমনকী ফিরহাদ হাকিমও। এতদিন দেখা গিয়েছে মন্ত্রী-বিধায়কদের সমর্থনে পোস্টার। এবার সেই গণ্ডি ছাড়িয়ে, অরাজনৈতিক ফ্লেক্স পড়ল তৃণমূল সাংসদের সমর্থনেও! মঙ্গলবার পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায়, দেখা গেল পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের সমর্থনে ফ্লেক্স। সেখানে তাঁর সঙ্গে রয়েছে শুভেন্দু অধিকারীর ছবিও। আর নীচে লেখা, সুনীলদা, আমরা শুভেন্দুদার সঙ্গে তোমাকেও চাই। এই ফ্লেক্স ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে সুনীল মণ্ডলকে ঘিরে। যা আরও উস্কে দিয়েছেন সাংসদ নিজেই। তাঁর বক্তব্য, ‘এটা সব জায়গাতেই পড়ছে, যে যাকে ভালবাসে সে তার পোস্টার লাগিয়ে দিচ্ছে, পাবলিককে তো আর আটকানো যাবে না, দলের বিরুদ্ধে কিছু কিছু ক্ষোভ আছে, সেগুলিই বেরিয়ে আসছে।’
অর্থাৎ দলের অন্দরেই যে নেতৃত্বকে নিয়ে ক্ষোভ, তা স্বীকার করে নিলেন তৃণমূল সাংসদ। যদিও এই সমস্ত পোস্টার-ফ্লেক্সের পিছনে বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূলের একাংশ। পূর্ব বর্ধমানের তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাসের দাবি, ‘সুনীল মণ্ডল যোগ্য নেতা, আমাদের সঙ্গেই আছেন। বিজেপি এসব করে বেরাচ্ছে, পায়ের তলায় মাটি সরে গিয়েছে, তাই বিজেপির এটা চক্রান্ত, এজেন্সিকে কাজে লাগিয়ে পোস্টার ফেলে বেরাচ্ছে। দলের সঙ্গেই সুনীল মণ্ডল আছে।’
পাল্টা পূর্ব বর্ধমানের বিজেপি সহ-সভাপতি রমন শর্মা বলেছেন, ‘শুধু সুনীল মণ্ডল কেন দলের অনেকেরই ক্ষোভ, ওই দলে কোনও গণতন্ত্র নেই, পিসি-ভাইপো লিমিটেড কোম্পানি, একে একে ক্ষোভ বেরিয়ে আসছে।’
তৃণমূল সাংসদের সমর্থনে ফ্লেক্স ঘিরে যখন জল্পনা তুঙ্গে, তখন বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় ফের দেখা গেল শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার। সঙ্গে রবীন্দ্রনাথের কবিতার বিভিন্ন পংক্তি। তবে এবার দাদার অনুগামীরা নন, প্রচারে শুভেন্দুর ফ্যান ক্লাব। শুধু পোস্টারেই থেমে নেই শুভেন্দুর অনুগামীরা। এদিন মেমারির রসুলপুরে, রাস্তায় নেমে মাস্ক ও স্যানিটাইজারও বিতরণ করেন তাঁরা। মন্ত্রিত্ব ছাড়ার আগেই সরকারি নিরাপত্তারক্ষী ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটে দাদার নিরাপত্তা নিয়ে চিন্তিত তাঁর অনুগামীরা। সবমিলিয়ে তৃণমূল বিধায়ক-সাংসদদের নিয়ে ক্রমেই বাড়ছে জল্পনা।
শুভেন্দু অধিকারী থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, এমনকী ফিরহাদ হাকিমও। এতদিন দেখা গিয়েছে মন্ত্রী-বিধায়কদের সমর্থনে পোস্টার। এবার সেই গণ্ডি ছাড়িয়ে, অরাজনৈতিক ফ্লেক্স পড়ল তৃণমূল সাংসদের সমর্থনেও! মঙ্গলবার পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায়, দেখা গেল পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের সমর্থনে ফ্লেক্স। সেখানে তাঁর সঙ্গে রয়েছে শুভেন্দু অধিকারীর ছবিও। আর নীচে লেখা, সুনীলদা, আমরা শুভেন্দুদার সঙ্গে তোমাকেও চাই। এই ফ্লেক্স ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে সুনীল মণ্ডলকে ঘিরে। যা আরও উস্কে দিয়েছেন সাংসদ নিজেই। তাঁর বক্তব্য, ‘এটা সব জায়গাতেই পড়ছে, যে যাকে ভালবাসে সে তার পোস্টার লাগিয়ে দিচ্ছে, পাবলিককে তো আর আটকানো যাবে না, দলের বিরুদ্ধে কিছু কিছু ক্ষোভ আছে, সেগুলিই বেরিয়ে আসছে।’
অর্থাৎ দলের অন্দরেই যে নেতৃত্বকে নিয়ে ক্ষোভ, তা স্বীকার করে নিলেন তৃণমূল সাংসদ। যদিও এই সমস্ত পোস্টার-ফ্লেক্সের পিছনে বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূলের একাংশ। পূর্ব বর্ধমানের তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাসের দাবি, ‘সুনীল মণ্ডল যোগ্য নেতা, আমাদের সঙ্গেই আছেন। বিজেপি এসব করে বেরাচ্ছে, পায়ের তলায় মাটি সরে গিয়েছে, তাই বিজেপির এটা চক্রান্ত, এজেন্সিকে কাজে লাগিয়ে পোস্টার ফেলে বেরাচ্ছে। দলের সঙ্গেই সুনীল মণ্ডল আছে।’
পাল্টা পূর্ব বর্ধমানের বিজেপি সহ-সভাপতি রমন শর্মা বলেছেন, ‘শুধু সুনীল মণ্ডল কেন দলের অনেকেরই ক্ষোভ, ওই দলে কোনও গণতন্ত্র নেই, পিসি-ভাইপো লিমিটেড কোম্পানি, একে একে ক্ষোভ বেরিয়ে আসছে।’
তৃণমূল সাংসদের সমর্থনে ফ্লেক্স ঘিরে যখন জল্পনা তুঙ্গে, তখন বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় ফের দেখা গেল শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার। সঙ্গে রবীন্দ্রনাথের কবিতার বিভিন্ন পংক্তি। তবে এবার দাদার অনুগামীরা নন, প্রচারে শুভেন্দুর ফ্যান ক্লাব। শুধু পোস্টারেই থেমে নেই শুভেন্দুর অনুগামীরা। এদিন মেমারির রসুলপুরে, রাস্তায় নেমে মাস্ক ও স্যানিটাইজারও বিতরণ করেন তাঁরা। মন্ত্রিত্ব ছাড়ার আগেই সরকারি নিরাপত্তারক্ষী ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটে দাদার নিরাপত্তা নিয়ে চিন্তিত তাঁর অনুগামীরা। সবমিলিয়ে তৃণমূল বিধায়ক-সাংসদদের নিয়ে ক্রমেই বাড়ছে জল্পনা।
Continues below advertisement
Tags :
TMC MP Sunil Kumar Mandal WB Polls 2021 With ABP Ananda WB Elections With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Election West Bengal Assembly Elections 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections WB Polls Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee