'রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে', মন্তব্য ধনকড়ের, সমর্থন দিলীপ ঘোষের

Continues below advertisement
দার্জিলিং যাওয়ার আগে রবিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেছেন রাজ্যপাল। সেখানে তিনি অভিযোগ করেন, 'কোভিড প্রমাণ করেছে রাজ্যে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পের প্রকাশ্য বিরোধিতা রাজ্যের।সঙ্কটের সময় আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করা উচিত ছিল। দূরদর্শিতার অভাবে ভুগেছেন রাজ্যবাসী।' এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, 'স্বাস্থ্য়ব্যবস্থা ভেঙে পড়েছে তা সাধারণ মানুষের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। লকডাউনের সময় হাজার হাজার মানুষ চিকিৎসা করাতে গিয়ে দক্ষিণ ভারতে আটকে ছিলেন। আমরা প্রথম থেকে বলে আসছি রাজ্য সরকার আয়ুষ্মাণ প্রকল্পের সুবিধা গ্রহণ করছে না। তাই গরিব মানুষ চিকিৎসা পাচ্ছেন না। রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসক-নার্স নেই। রাজ্যপাল তাই আজ এই কথা বলতে বাধ্য় হয়েছেন। সারা ভারতের মানুষ যদি আয়ুষ্মাণ প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কেন বঞ্চিত হবে? তিনি সাংবিধানিক পদে আছেন তাই এই প্রশ্ন করার অধিকার তাঁর আছে।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram