West Burdwan: ২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদল, 'দিদির সঙ্গেই আছি', ট্যুইট জিতেন্দ্রর, 'এখনও দরজা খোলা', পাল্টা বিজেপি

Continues below advertisement
রাজনীতিতে কোনও ফুলস্টপ হয় না। বুধবার এমন ফেসবুক পোস্ট করে জল্পনা বাড়ান তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই জল্পনায় জল ঢাললেন নিজেই। তিনিই এদিন ট্যুইট করে বলেন, ' আমি দিদির সঙ্গেই ছিলাম, সঙ্গে আছি এবং দিদির সঙ্গেই থাকব।' তাঁর আরও দাবি, 'যারা বিভ্রান্তি তৈরি করেছিলেন, তাঁরা আবার হতাশ হবেন।' তাঁর সমর্থনে এগিয়ে আসতে দেখা গিয়েছে জেলা তৃণমূলকে। সঙ্গে তাঁর সংযোজন সংসদে দাঁড়িয়ে পি চিদম্বরম বলেছিলেন, রাজনীতিতে কোনও পূর্ণচ্ছেদ নেই। সেটাই লিখেছি। আর সোশ্যাল মিডিয়া তো লেখারই জন্য।
এই আবহে জিতেন্দ্র তিওয়ারির জন্য দরজা এখন খোলা, স্পষ্ট জানাল জেলা বিজেপি। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে জিতেন্দ্র কী করেন, তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram