আজও তৈরি হল না সেতু, কেবলই আশ্বাস! মাত্র ৩টি নৌকায় প্রতিদিন প্রবল ঝুঁকিতে অজয় নদ পারাপার বর্ধমান ও বীরভূমের হাজার হাজার মানুষের

Continues below advertisement

এপারে পশ্চিম বর্ধমানের কাঁকসা, অজয় পেরোলেই ওপারে বীরভূমের জয়দেব। সড়কপথে যে দূরত্ব প্রায় ২৫ কিমি, নদীপথে তা মাত্র ৩ কিমি। প্রতিদিন জলপথ ব্যবহার করেন ২ জেলার কয়েক হাজার মানুষ। কিন্তু কাঁকসার শিবপুর ফেরিঘাটে বরাদ্দ মাত্র ৩টি নৌকা। ফলে প্রাণ হাতে করে পারাপার! পূরণ হয়নি, কয়েক দশকের সেতু তৈরির দাবি। আজও আশ্বাস দিয়ে চলেছে প্রশাসন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram