‘সুপ্রিম কোর্টের নির্দেশ হাতে পাওয়ার পর যাবতীয় পদক্ষেপ নেবে সরকার’, শীর্ষ আদালতের নির্দেশ প্রসঙ্গে জানালেন শিক্ষামন্ত্রী
Continues below advertisement
বিশ্ববিদ্যালয়ের শেষ সিমেস্টারের ফাইনাল পরীক্ষা ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিতে হবে। আজ পরীক্ষা বাতিলের আবেদন নিয়ে মামলায় এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পরীক্ষা নিয়ে ইউজিসি-র নির্দেশিকা বাতিলের যে সব আবেদন জমা পড়েছিল, তা খারিজ করেছে সর্বোচ্চ আদালত। বরং বহাল রেখেছে ইউজিসির নির্দেশিকা। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনও রাজ্য বিপর্যয় মোকাবিলা আইনে পরীক্ষা পিছোতে চাইলে ইউজিসি-র সঙ্গে আলোচনা করে তা করতে পারে। তবে দিন পিছোলেও পরীক্ষা নিতেই হবে। কোনও পড়ুয়াকে পরীক্ষা ছাড়া পরবর্তী স্তরে প্রমোশন দেওয়া যাবে না। এপ্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ হাতে পাওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে।
Continues below advertisement
Tags :
SC Verdict On UGC Guideline UGC Guideline ABP Ananda LIVE Partha Chatterjee Abp Ananda Supreme Court West Bengal