জমি জটে আটকে ৩১ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ, 'ন্যায্য দাম পাইনি', দাবি জমিদাতাদের একাংশের

Continues below advertisement
মিলেছে রাস্তা তৈরির ছাড়পত্র। কিন্তু এখনও বেশির ভাগ জমিই হাতে আসেনি। ফলে বিশ বাঁও জলে ৩১ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। National Highway Authority of India সূত্রে খবর, আলিপুরদুয়ারের সলসলাবাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত ৪১.৬৫ কিমি রাস্তায় চার লেন করা হবে। কিন্তু এর মধ্যে মাত্র ১৯.৫ কিমি রাস্তা সম্প্রসারণের জন্য জমি হাতে এসেছে। ফলে জমি না মেলায় বাকি অংশের কাজ শুরু করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যসচিব ও হাইকোর্টকে চিঠি দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। যদিও জমির জন্য ন্যায্য দাম দেওয়া হচ্ছে না বলে দাবি অনিচ্ছুক জমিদাতাদের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram