Bengal Top Stories: এবারও ভক্তসমাগম ছাড়াই পুরীর রথযাত্রা

Continues below advertisement

কলকাতায় এলেন শ্যুটআউটে নিহত জয়পাল সিং ভুল্লারের বাবা। নিউটাউনের টেকনো সিটি থানায় যান তিনি। বহুদিন ধরে জয়পালের সঙ্গে কোনও যোগাযোগ নেই। মৃতদেহ নিতে এসেছি, কলকাতায় এসে জানালেন জয়পালের বাবা। গ্যাংস্টারের কলকাতায় ঘাঁটি। সুমিত কুমারের (Sumit Kumar) নাম ভাঁড়িয়ে নিউটাউনে (Newtown) দুই গ্যাংস্টারের জন্য ফ্ল্যাটভাড়া নিয়েছিল ভরত কুমারই, ব্যবহার অন্যের নামে নেওয়া সিম। শ্বশুরবাড়ির সূত্রে এরাজ্যে যোগাযোগ, শ্যুটআউট-কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। গ্বালিয়র থেকে কলকাতায় পালানোর সময় ১৮ মে টোলপ্লাজায় ক্যামেরাবন্দি দুই গ্যাংস্টারের গাড়ি। সঙ্গে ছিল লিঙ্কম্যান ভরত কুমার। নিউটাউনের সাপুরজির সুখবৃষ্টি আবাসনের তল্লাশি চালিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে এসটিএফ (STF)। নিহত গ্যাংস্টার জয়পালদের আসবাবের সঙ্গে বেশকিছু প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেছে, যাতে পাকিস্তানের করাচির ঠিকানা রয়েছে। এর পাশাপাশি ঘর থেকে উদ্ধার হয়েছে ৬টি মোবাইল ফোন ও বেশকিছু সিমকার্ড। নিউটাউনে এনকাউন্টারে আহত পুলিশ অফিসারের অবস্থা স্থিতিশীল। অনুপ্রবেশের অভিযোগে মালদার (Malda) কালিয়াচকে সন্দেহভাজন চিনা নাগরিক গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের (BSF) হাতে পাকড়াও। উদ্ধার বেশকিছু ভারতীয় সিম। গত বছরের নভেম্বরে সবকিছু নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল নুসরত (Nusrat Jahan), গয়না আটকে রাখার অভিযোগ উড়িয়ে পাল্টা সাংসদ অভিনেত্রীর বিপুল অঙ্কের গৃহঋণ শোধের দাবি নিখিলের (Nikhil Jain)। নিজেকে প্রতারিত বলে মনে হচ্ছে বলে মন্তব্য। ভ্যাকসিন সঙ্কটে পাড়ার বাসিন্দাদের পাশে দাঁড়াল মুদিয়ালি ক্লাব। মুদিয়ালির প্রায় ১৫০ জন বাসিন্দার ভ্যাকসিনেশন হল ক্লাবের উদ্যোগে। করোনা আবহে এবারও ভক্তসমাগম ছাড়াই পুরীর (Puri) রথযাত্রা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram